শারদীয়া'২০

সাধারণ সাবেকি পুজোয় এবার নাকতলা পল্লীমঙ্গল

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো : ৫৩ বছরের পূজো এবার। খুবই সাধারণভাবে হবে নাকতলা পল্লী মঙ্গল দুর্গোৎসব সমিতিতে। করোনার জন্য মানুষের অবস্থা খারাপ। চাঁদাও সে ভাবে উঠছে না। তাই বরাবরের থিমের পূজো ইতি করে এবার সাবেকি পুজোয় ফিরেছেন কর্মকর্তারা। জানালেন শান্তিপ্রিয় সরকার , ওই পুজোর বর্তমান সেক্রেটারি। বিজ্জাপন ? না সে ও গরহাজির এবার। জানিয়ে দিলেন ক্লাব কর্মকর্তারা।

শুধু বন্দনাটুকু। ঢাকি আর পুরোহিত নিয়ে পুজোটা সারা। লোকজন তেমন আসবে বা বাড়ি থেকে বেরোবে বলে আশা করছেন না কর্মকর্তারা। যতখানি না করলেই নয়। উপায় কি আর এই বছর!