কলকাতা ব্যুরো: নদিয়ার কৃষ্ণগঞ্জ এ বাড়ির মধ্যেই এক নার্সকে গুলি করা হয়। গুলি লাগে তাঁর হাতে ও পিঠে। তার নাম স্বপ্না বিশ্বাস। কৃষ্ণগঞ্জ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অভিযোগ, তাঁর স্বামী জয়দেৱ বিশ্বাসই তাকে গুলি করেন। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে আত্মীয়দের দাবি। স্বপন বিশ্বাস কৃষ্ণগঞ্জ সাব সেন্টারের নার্স ছিলেন।