এক নজরে

প্রেমে প্রত্যাখ্যাত হয় কলেজ ছাত্রীকে অ্যাসিড হামলা

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ পড়ুয়াকে রাতে জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে জখম করার অভিযোগ উঠল নদীয়ায়। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে নদীয়ার শক্তি নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর সঙ্গে রাতে বিছানায় শুয়ে ছিলেন তাঁর মা-ও। অ্যাসিড আক্রমনে তিনিও জখম হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার বড় চাঁদঘর দক্ষিণপাড়া গ্রামে। এই ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাশী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে তার এলাকার এক যুবক ওয়াসিম মন্ডল দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করছিল। পেশায় হাতুড়ে ডাক্তার ওই যুবক তরুনীর দিক থেকে তেমন সাড়া না পেয়ে তার মোবাইলে আপত্তিকর লেখা পাঠাতে বলেও অভিযোগ ছাত্রীর বাবার। তারপরেও ওই ছাত্রী তাকে পাত্তা না দেওয়া বৃহস্পতিবার মাঝরাতে ওই যুবক এবং আরেক সঙ্গীকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যায়। রাতে ঘুমিয়ে থাকার সময় জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ।