এক নজরে

কাল ও পরশু বন্ধ নবান্ন,মহাকরণ

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: কাল ও পরশু বন্ধ থাকছে নবান্ন এবং মহাকরণ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভবন দুটি পুরোপুরি সানিটাইজ করার জন্যই বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখা হচ্ছে ওই দুই প্রশাসনিক ভবন। প্রসঙ্গত এর আগেও একই কারণে দুদিন বন্ধ রাখা হয়েছিল নবান্ন।এদিকে কালই নবান্ন অভিযান রয়েছে বিজেপি যুব মোর্চার। তা কি হিংসাশ্রয়ী হতে পারে ? বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, আমরা চাইবো তা যেন হিংসাশ্রয়ী না হয়। কিন্তু পুলিশের আচরণের ওপরই তা নির্ভর করবে। পুলিশ গুলি চালালে আমরা কি মিষ্টি খাওয়াবো?প্রশ্ন উঠছে, তা হলে কি অশান্তি এড়াতেই কাল বন্ধ রাখা হচ্ছে নবান্ন? নবান্নের কর্তারা অবশ্য বলছেন, সানিটাইজেশনের কথাই।