কলকাতা ব্যুরো: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর পর প্রবল তৎপরতা দেখালো রাজ্য সরকার। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মৃত চার জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে দুপুরেই নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তড়িঘড়ি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো হয়। সুজাপুর এর ঘটনার পর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি নবান্নে বৈঠক করেন। একইসঙ্গে মালদার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ঘনঘন যোগাযোগ রেখে পরিস্থিতির খবর নেওয়া হয়। প্রয়োজনীয় নির্দেশ দেয় নবান্ন।বৃহস্পতিবার সকালে মালদার সুজাপুরে জ্ঞানপাড়া নামে একটি এলাকায় প্লাস্টিক কারখানায় হঠাৎই ভয়াবহ বিস্ফোরণ হয়। প্লাস্টিক প্রসেসিং মেশিনে কাজ চলাকালীন ওই বিস্ফোরণ ঘটে বলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ঘটনায় চারজন মারা যান। আরো চার জনকে গুরুতর জখম অবস্থায় মালদা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর উদ্ধারকার্য প্রথমে করেন স্থানীয়রাই। পরে নবান্নের কাছে খবর পৌঁছানোর পর, যেভাবে তড়িঘড়ি চিকিৎসা এবং ক্ষতিপূরণ নিয়ে তৎপরতা দেখানো হয়েছে, তাতে বিষয়টি নজরে পড়েছে সকলেরই। স্থানীয়রা বলছেন, যে কোন ঘটনার ক্ষেত্রে সরকারের উপরতলা থেকে যদি এমন তৎপরতা দেখা যায়, সে ক্ষেত্রে নিচুতলার প্রশাসক গড়িমসির বদলে আরো বেশি গুরুত্ব দেয় ঘটনায়।