কলকাতা ব্যুরো: বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে (#Ukrain)। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। অবশেষে তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হলো কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার (IAS) ও ডব্লুবিসিএস (WBCS)অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হয়েছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ২২১৪১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে।

ইউক্রেনে এ রাজ্যের কতজন বাসিন্দা আটকে আছেন, তা নিয়ে প্রত্যেকটি জেলার কাছ থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন। এছাড়া ইউক্রেনে আটকে রয়েছেন, এমন কোনও বাসিন্দার খবর যদি জেলা প্রশাসনের হাতে আসে, তাহলে সেই সংক্রান্ত খবর সঙ্গে সঙ্গে নবান্নে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ঠিকানা, বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন, পাসপোর্ট নাম্বার, ও যোগাযোগের নম্বর  জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য। প্রতিটি জেলার জেলাশাসককে এই বিষয় দ্রুত তথ্য দিতে বলা হয়েছে।

তবে রাজ্যের কতজন আটকে আছে সেই তথ্য নিয়ে তালিকা তৈরি করার পাশাপাশি কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য। দিল্লিতে রাজ্যের তরফে যে রেসিডেন্ট কমিশনার রয়েছেন, তাঁকে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখবেন তিনি।

বাংলা থেকে বহু মানুষ বিভিন্ন সময়ে পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। তাঁদের মধ্যে অধিকাংশই গিয়েছিলেন ডাক্তারি পড়তে। কারও পড়াশোনা শেষ করে শীঘ্রই ঘরে ফেরার কথা ছিল। কেউ আবার আশান্তির আঁচ পেয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁদের অনেকেই ইচ্ছে থাকলেও ফিরতে পারেননি। আটকে পড়েছেন সুদূর ইউক্রেনে। আর ঘরে বসে সন্তানদের চিন্তায় ব্যাকুল বাবা-মায়েরা। তবে শুক্রবার নবান্ন এবার হয়তো খানিকটা সহজ হবে প্রিয়জনদের ঘরে ফেরা, আশায় বুক বাঁধছে ইউক্রেনে আটকে পড়া বাংলার বাসিন্দাদের পরিবার। 

Share.
Leave A Reply

Exit mobile version