কলকাতা ব্যুরো: রাজ্যে আরও শিথিল হল করোনা সংক্রান্ত বিধিনিষেধ। সোমবার নবান্নের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। যেখানে শর্তসাপেক্ষে জিম খোলার অনুমতি দেওয়া হয়েছে।
কী বলা হয়েছে নতুন নির্দেশিকাতে—
৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাজ্যে জিম খোলায় ছাড়। রাত ৯টা পর্যন্ত জিম খুলে রাখা যাবে। এক্ষেত্রে যাঁরা জিমে আসছেন এবং জিমে কর্মরতদের করোনা টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক অথবা RT PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
৯টা পর্যন্ত যাত্রা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। খোলা জায়গায় যাত্রা আয়োজনের ক্ষেত্রে সর্বাধিক ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। ‘ইন্ডোর আয়োজন’ অর্থাৎ হলের মধ্যে যাত্রার আয়োজন করা হলে সর্বাধিক ২০০ জন বা ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে।
করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা বা ছবির আউটডোর শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ১৮ তারিখ থেকে লাগু হবে এই নিয়ম। উল্লেখ্য, রাজ্যে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। তবে নিয়মবিধিতে এসেছে শিথিলতা। ২০০ জন অতিথি বিয়েবাড়িতে উপস্থিত থাকতে পারবেন। খোলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা যাবে। তবে বহাল নাইট কার্ফু। আপাতত বন্ধ থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। রেস্তোরাঁ-পানশালায়-শপিং মলে সর্বাধিক ৫০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি করা হয়। সিনেমা হলেও সর্বাধিক ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে বলে জানানো হয় নির্দেশিকায়। ১৫ জানুয়ারি এই নির্দেশিকা জারি করা হয়।
উল্লেখ্য, বর্তমানে শর্তসাপেক্ষে সেলুন এবং বিউটি পার্লার খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৮৫ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। এই সময়ে করোনামুক্ত হয়েছেন, ১১ হাজার ৩৪ জন।