এক নজরে

নবান্ন অভিযানের অমুমতি দিলো না রাজ্য

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: আজ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের অমুমতি দিলো না রাজ্য। অমুমতি না -দেওয়ার পেছনে চারটি যুক্তি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বলা হয়েছে, একেবারে শেষ মুহূর্তে আবেদন জানানো হয়েছে।

দ্বিতীয়ত, বিজেপিকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণ জমায়েত নিয়ে সুপ্রিম কোর্টের আপত্তির কথা। তৃতীয়ত, মহামারীর সময়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে নবান্ন এলাকায় জারি থাকা ১৪৪ ধারার কথাও।

আজ ও কাল অবশ্য সানিটাইজেশনের জন্য বন্ধ থাকছে নবান্ন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, ভয় পেয়ে পালাচ্ছে সরকার। এক বছর পর বন্ধই হয়ে যাবে এই সরকার। তবে নবান্ন অভিযান হবেই।