কলকাতা ব্যুরো- বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তারি ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। গেরুয়া শিবিরেরই নেতা রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ পামেলা। শনিবার আলিপুর আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন ধৃত বিজেপির যুবনেত্রী। প্রসঙ্গত, রাকেশ সিং কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বলে পরিচিত। মাদক প্রচার মামলায় ধৃত পামেলাকে এদিন আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তোলার আগে পামেলা সংবাদমাধ্যমকে জানান, “এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওঁকে গ্রেপ্তার করা হোক”।

পাশাপাশি, এই ঘটনার সিআইডি তদন্ত দাবি করেছেন পামেলা। যদিও বিজেপির যুবনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর কথায়, “পুলিশ জোর করে আমার নাম বলিয়ে নিয়েছে”। এদিকে বিজেপির তরফে পামেলার মামলা লড়ছেন আইনজীবী শুভদীপ রায় এবং পৃথ্বীজয় দাস জানিয়েছেন, “এটা একেবারে ওঁর ব্যক্তিগত মতামত। তবে পামেলাকে আদালত তোলা নিয়ে লুকোচুরি চলছে। কখন কোন আদালতে তোলা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে”। উল্লেখ্য, এই মামলায় আরেক অভিযুক্ত প্রবীর দে বিরুদ্ধে গত বছরই লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন পামেলার বাবা কৌশিক গোস্বামী। পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগ পাওয়ার পর থেকেই পামেলা এবং তার সঙ্গী প্রবীরের উপর নজর রাখা হচ্ছিল। সেই সূত্র ধরেই মাদক পাচারের সময় তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। কলকাতায় কোকেন সহজলভ্য নয়। ডার্কওয়েব থেকে সেই মাদক সংগ্রহ করত প্রবীর ও পামেলা। তারপরই পুলিশ গ্রেপ্তার করে পামেলাকে।

Share.
Leave A Reply

Exit mobile version