কলকাতা ব্যুরো : শহরে ফের রহস্যজনক খুনের ঘটনা ঘটল। এবার লালবাজার থেকে অল্পকিছু দূরত্বেই বউবাজারের ফিয়ার্স লেনে। জানা গিয়েছে, খুন করা হয়েছে আয়ুব ফিদা আলি আঘা নামে ৭০ বছরের এক বৃদ্ধকে। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন তিনি। তাঁরা ছেলে, পুত্রবধূ আলাদা থাকেন। বৃদ্ধার সঙ্গে তাঁর মেয়ে থাকেন। কিন্তু রোজকার মতো এদিন সকালে তিনি কাজে বেরিয়ে যান, সন্ধ্যে এসে দেখেন বাবার রক্তাক্ত দেহ ঘরে পড়ে আছে। মাথা থ্যাতলানো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান ডাকাতির জন্যই এই খুন হয়ে থাকতে পারে। কিছু খোয়া গিয়েছে কিনা দেখা হচ্ছে। বৃদ্ধার পরিচিত কেউ এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমাণ।