কলকাতা ব্যুরো: এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মা। আপাতত তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। এর আগে করোনা আক্রান্ত হন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও। মেদিনীপুর এবং প্রেসিডেন্সি ডিভিশনের ডিআইজি-রাও করোনা আক্রান্ত হয়েছেন সম্প্রতি।