কলকাতা ব্যুরো: শীতের সকালে গঙ্গার জলস্তর কমতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরায় ফের ব্যাপক ভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে ভাঙনের প্রভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই কয়েক বিঘা কৃষিজমি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি লিচু গাছ। ভাঙনের আতঙ্কে নতুন করে আতঙ্কিত এলাকাবাসী। রবিবার সকাল থেকে গঙ্গার ধারে স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন। এদিকে, প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে না-যাওয়ায় ক্ষোভ জমতে শুরু করেছে মানুষের মধ্যে।

৮ ডিসেম্বর বহরমপুরে প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রের অবহেলার দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক-সহ বিধায়কদের গঙ্গা তীরবর্তী এলাকা থেকে বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি কিন্তু ভাঙন ঠেকানোর পথ দেখায়নি কেন্দ্র বা রাজ্য কেউই।

সামশেরগঞ্জ, পগরাক্কা, সুতি এলাকার মানুষ গত দু’বছর ধরে ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে ধানঘরায় প্রায় ৫০টি বসত বাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। প্রায় শতাধিক পরিবার বাড়ি ঘর ছেড়ে অস্থায়ীভাবে বসবাস করছে। রবিবার সকাল থেকে ফের গঙ্গার পাড় ভাঙতে ভাঙতে গ্রামের দিকে যেতে শুরু করেছে। ক্রমাগত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কৃষিজমি। এলাকায় দেখা নেই কোনও সরকারি আধিকারিক বা জন প্রতিনিধির। ফলে ক্রমশই মানুষের মনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ বেড়ে চলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version