এক নজরে

খুন করতে লাগবে ৫৫ হাজার আর মারধরের জন্য ৫

By admin

November 07, 2020

কলকাতা ব্যুরো : মির্জাপুর ১ মির্জাপুর ২ এবং ভোওকাল ওয়েব সিরিজের দৌলতে এখন সবারই উত্তরপ্রদেশের বাহুবলি রাজনীতির কথা জানা হয়ে গেছে। উত্তর প্রদেশের মুজাফফরনগরে একদল অপরাধী রেট চার্ট প্রকাশ করেছে। তাতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি অপরাধের জন্য কত টাকা তাদেরকে দিতে হবে। মারধর আহত করা, হুমকি দেওয়া, খুন সবরকম অপরাধের রেট চার্ট বেঁধে দেওয়া হয়েছে।

রেস্তোরাঁ, সবজির দোকান, সেলুন সব জায়গাতেই রেট চার্ট দেখা যায়। ফিস ফ্রাই এর দাম, কষা মাংসের দাম, রেস্তোরাঁর যেমন লেখা থাকে সেরকম আবার দাড়ি কামানোর, চুল কাটার দাম, ফেসিয়াল করার দাম সেলুনের চার্ট লেখা থাকে। কিন্তু এমন রেট চার্ট এর কথা ভূ ভারতে কেউ শোনেনি। মুজাফফরনগরে একদল গুন্ডা রেট চার্ট টাঙ্গিয়ে দিল এবার। চারটে কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। সবথেকে কম ১০০০ টাকা কাউকে হুমকি দিতে হলে, উত্তম-মধ্যম দিতে হলে তার জন্য লাগবে ৫০০০ টাকা আবার মেরে ফাটিয়ে দিতে হলে ১০ হাজার টাকা আর যদি একেবারে খুন করতে হয় তার জন্য ৫৫ হাজার টাকা। এই রেট চার্ট গুন্ডাদের ছবি দিয়ে রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়েছে মুজাফফরনগরে।

এই পোস্ট ভাইরাল হয়েছে আবার সোশ্যাল মিডিয়ায়। তারপরে উত্তর প্রদেশের পুলিশ নড়েচড়ে বসেছেন। খুঁজতে আরম্ভ করেছেন কারা কী উদ্দেশ্য নিয়ে এই সমস্ত রেট চার্ট টাঙ্গিয়ে দিয়েছে।