কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) হুগলির চাপদানি এলাকা থেকে সোমবার রাতে প্যাকেটে মোড়া একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার মুন্ডু খুঁজে পাওয়া যায়নি। শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এবং চাপদা নির মাঝে একটি ঝোপের মধ্যে ওই দেহাংশ পাওয়া যায়। ওই মৃতদেহ বিষ্ণু মাল নামে এক যুবকের বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগ, এই দিন সকালেই হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার কয়েকজন সঙ্গে বছর ২৩ এর বিষ্ণুকে ডেকে নিয়ে যায়। বাইকে করেই তারা তাকে একরকম তুলে নিয়ে যায় বাড়ির কাছ থেকে। কিন্তু রাত পর্যন্ত বিষ্ণু বাড়ি না ফেরায়, পরিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কৃষ্ণ মন্ডল ও রাজেশ প্রামাণিককে গ্রেপ্তার করে।
একটানা জেরায় ধৃতরা দেহ কোথায় ফেলা হয়েছে তা দেখানোর আশ্বাস দেয়। ধৃতদের নিয়ে গিয়ে পুলিশ ওই জঙ্গল থেকে মুন্ডু ছাড়া দেহটি উদ্ধার করে। এই ঘটনার পিছনে বিশাল দাসের হাত রয়েছে বলে অভিযোগ পুলিশের। কিন্তু তাকে এখনো ধরতে পারেনি থানা। শ্রীরামপুর আদালতে ধৃতদের তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ এখন দেহের অন্যান্য অংশ কোথায় ফেলা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে কি কারণে এই খুন তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের।