এক নজরে

আসানসোলে হল রক্তদান, মাস্ক বিহীন পুর প্রশাসক

By admin

November 29, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহে রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে রাইজিং আসানসোলের উদ্দোগে রক্তদান মেলা হলো আসানসোলে। রবিবার আসানসোলের রবীন্দ্র নগর এলাকায় আয়োজিত এই রক্ত দান মেলায় প্রায় ১৫০০ ইউনিট রক্ত দেওয়া হয়। রবিবারের এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোলের পুর বোর্ডের প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী।এদিন জিতেন্দ্র বাবু বলেন, করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রাইজিং আসানসোল এই উদ্দোগ নিয়েছে।আজকে কলকাতা, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলি এসেছে রক্ত নিতে। তিনি নিজে একজন করোনা যোদ্ধা। সুস্থ হয়ে উঠে তিনি এদিন রক্তদান করেন।তার বক্তব্য, এটা ভাল লাগছে যে এত দিন আসানসোলের মানুষ রক্ত দিয়ে আসানসোলের মানুষের জীবন বাঁচাত।এবার থেকে আসানসোলের মানুষ বাঁকুড়া পুরুলিয়া ও কলকাতার মানুষের প্রান বাঁচাবে।এটা একটা আলাদা অনুভূতি আসবে।এদিন এই শিবিরে এসে ছিলেন জেলাশাসক ।এত সাধু উদ্যোগের মধ্যেও যা নজর কাড়লো তা হল, পুরো প্রশাসক গোটা রক্তদান শিবির ঘুরে বেড়ালেন, তদারকি করলেন, এমনকি রক্তদান করলেন, পুরোটাই মুখে মাস্ক বিহীন অবস্থায়। যেখানে পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, সকলেই উপস্থিত, তাদের কেউ কেন পুরো প্রশাসককে এ ব্যাপারে সতর্ক করলেন না, সেটাই বড় প্রশ্ন। আর পুর প্রশাসকও নিজে যেখানে করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তিনি কেন এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করলেন, মুখে মাস্ক ছাড়াই, দূরত্ব বৃদ্ধি জলাঞ্জলি দিয়ে ঘুরে বেড়ালেন তা হয়তো বলতে পারবেন তিনি নিজেই।