এক নজরে

সিআইডি সিরিয়াল অভিনেত্রী মাদক চক্রে

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে নারকটিকস কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করল প্রীতিকা চৌহানকে। তারই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ফয়সাল নামে এক ব্যক্তিকে। প্রীতিকা জনপ্রিয় টিভি সিরিয়াল সিআইডি, সাবধান ইন্ডিয়া, সংকটমোচন মহাবলী হনুমান সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী। সংকটমোচন মহাবলী হনুমানে আবার সরস্বতী ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন তিনি।মুম্বাইয়ের ভারসভা এলাকা থেকে এনসিবি মারিজুয়ানা সহ তাকে গ্রেফতার করে। আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা এই অভিনেত্রী ২০১৫ সাল থেকে মুম্বাইয়ের টিভি সিরিয়ালে অভিনয় করছেন।সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এনসিবির মুম্বাই জোনাল ইউনিট দুজনকে ভারসভা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃত ফয়সালের কাছ থেকে বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মুম্বাইয়ে তদন্তে নেমে ২৪ জনকে গ্রেপ্তার করল।এনসিবি এর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর সূত্রধর মাদকের অভিযোগে এই মামলাতেই দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর রাকুল প্রীত সিং সহ বেশকিছু অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে।