এক নজরে

মুম্বাইয়ে মাদকচক্রে গ্রেপ্তার প্রযোজকের স্ত্রী

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: রবিবার সারাদিন মুম্বাইয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এনসিবি এক সিনেমা প্রযোজকের স্ত্রী সহ চার জনকে গ্রেপ্তার করেছে। মুম্বাইয়ের অতি পরিচিত সিনেমা প্রযোজক ফিরোজ এ নন্দীওয়ালার স্ত্রী শাবানা শহীদকে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে তিন লক্ষ ৫৯ হাজার টাকার গাঁজা, চরস এবং মারিজুয়ানা বাজেয়াপ্ত করা হয়েছে।এদিন এই চক্রের তদন্ত চালিয়ে জুহু ও থানে থানা এলাকা থেকে আরো তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এনসিবি। তাদের কাছ থেকেও নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।এনসিবি ওই প্রযোজকের স্ত্রীর বক্তব্য রেকর্ড করেছে এই ঘটনায় আরো কয়েকজন প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে বলে ইঙ্গিত এনসিবি সূত্রে।

এর আগে নিষিদ্ধ মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে এনসিবি প্রীতি চৌহান নামে এক জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রীকে গ্রেপ্তার করেছিল। ২৫ অক্টোবর তার কাছ থেকেও নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল।সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য মাদক নিয়ে তদন্ত চালাতে গিয়ে বারেবারেই মুম্বাইয়ের ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম উঠে এসেছে সন্দেহের তালিকায়। আর সেই সূত্রেই শুধু অভিনেতা বা প্রযোজক-পরিচালক কর্মী নন, বেশকিছু মহিলার এই প্রভাবশালী চক্রে যোগের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে। অভিজ্ঞ পুলিশ অফিসারদের বক্তব্য, ছেলেদের তুলনায় মেয়েদেরকে এমন চক্রে জরিয়ে দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আর সেই সুযোগটাই নেয় মাদক কারবারিরা।