কলকাতা ব্যুরো: গ্রিড বসে যাওয়ায় বড়োসড়ো বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ল মুম্বাই। পুনে শহরেও একইভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বেলা ১১ টা নাগাদ এই বিপর্যয়ের ফলে বহু জায়গায় লোকাল ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। তবে বিদ্যুৎ না থাকলেও বাণিজ্য নগরীর জাতীয় স্টক এক্সচেঞ্জ স্বাভাবিক ভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।
আদানি ইলেকট্রিসিটি গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে, এক ঘণ্টার মধ্যে গ্রিড মেরামতের কাজ শেষ করা যাবে। তবে দু’ঘণ্টার আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না বলেই মনে করছেন কর্মীরা।