এক নজরে

টিআরপি কেলেঙ্কারিতে শনিবার তলব রিপাবলিক টিভি কর্তাকে

By admin

October 10, 2020

কলকাতা ব্যুরো: টিআরপি জাল কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশ তলব করল রিপাবলিক টিভি র ফাইনান্সিয়াল অফিসার কে। ১০ অক্টোবর অর্থাৎ কাল শনিবার তাকে হাজির হতে হবে মুম্বাই পুলিশের সামনে।একইসঙ্গে মুম্বাইয়ের আরো দুটি টিভি চ্যানেলের কর্তাকে তলব করেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যে অন্য দুটি চ্যানেলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিন সংস্থার কর্তাদের মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তলব করা হয়েছে। পুলিশ জানিযেছে, তাদের বক্তব্য রেকর্ড করার জন্যই তলব করা হয়েছে।বৃহস্পতিবারই মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং সাংবাদিক বৈঠক করে রিপাবলিক টিভি সহ তিনটি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি জাল করার অভিযোগ এনেছিলেন। পুলিশের অভিযোগ, মুম্বাই শহরে অন্তত ২০০ এবং সারা দেশে অন্তত ৩০ হাজার বাড়িতে বসানো হয়েছে টি আর পি মাপার বক্স। চ্যানেলের তরফ থেকে সেগুলির জন্য নিয়মিত মাসে টাকা দেওয়া হয় বারিগুলিকেকে। যে কারণে সেইসব বাড়িতে ২৪ ঘন্টাই রিপাবলিক টিভি চালিয়ে রাখা হয়। সপ্তাহে সপ্তাহে সেই হিসেব করেই টিআরপিতে সবচেয়ে উপরের দিকে থাকে চ্যানেল। এর ফলে বিজ্ঞাপন পেতে সুবিধা হয়। ইতিমধ্যে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখেছে মুম্বাই পুলিশ। তাদের দাবি, টিআরপি জাল করে বাজার থেকে বাড়তি টাকা তুলছে এইসব সংবাদমাধ্যম।

যদিও রিপাবলিক টিভি বরাবরই শিব সেনা শাসিত মহারাষ্ট্র ও মুম্বাই পুলিশকে সমালোচনা করে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সর্বভারতীয় টিভি চ্যানেল মুম্বাই পুলিশকে বারে বারে কাঠগড়ায় তুলেছিল। প্রথম দিকে অনেকটা ডিফেন্সিভ খেললেও, শেষ পর্যন্ত সুশান্ত সিং রাজপুত মৃত্যু নিয়ে সাম্প্রতিক এইমসের রিপোর্ট, মুম্বাই পুলিশকে কি বাড়তি অক্সিজেন যোগা য় বলে মনে করছেন অনেকে। এই রিপোর্টে বলা হয়, রিপোর্টে খুনের কোন প্রমাণ নেই বলে জানানো হয়। যদিও রিপাবলিক টিভির মতো কিছু সংবাদমাধ্যম এখনও তা মানতে নারাজ।এদিকে এই রিপোর্টের পরেই সুশান্ত সিং রাজপুতকে সামনে রেখে যারা মুম্বাই পুলিশকে এবং শিবসেনাকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, এবার তাদের মুম্বাই পুলিশ পাল্টা চাপে রাখার কৌশল নিয়েছে বলে মনে করছেন বহু বর্ষীয়ান পুলিশ অফিসার।রিপাবলিক টিভি মালিক অর্ণব গোস্বামী অবশ্য মুম্বাই পুলিশের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকি তিনি চ্যানেলে বসেই তাকে পারলে গ্রেপ্তার করার চ্যালেঞ্জ দিয়েছেন মুম্বাই পুলিশকে।