এক নজরে

কলকাতা মডেলেই আগ্রহী মুম্বাই মেট্রো

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ এড়াতে কলকাতা মডেলেই আগ্রহী মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ। বিশেষকরে কলকাতা মেট্রো যে ই-পাস ব্যবস্থা চালু করেছে তা জানতে উৎসাহী মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যেই তার বিস্তারিত জানতে কলকাতার মেট্রো রেল ভবনে ফোনও করেছেন মুম্বাই মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের চিন্তার কারণ, দেশের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে অন্যতম মুম্বাই। তাই মেট্রো চালুর হলেও সতর্কতা মূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছেন না তারা।