কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) একসময় যে বাড়িতে থাকতেন মুম্বাইয়ের ‘শেষ কথা’ বালসাহেব ঠাকরে, সেই মাতশ্রী উড়িয়ে দেবার হুমকি দেওয়া হলো। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ল্যান্ড লাইনে দুবাই থেকে চারবার আসে ওই হুমকি ফোন। দাউদ ইব্রাহিমের গ্যাংযের নাম করে হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version