এক নজরে

প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বাই

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টিতে ভাসছে দেশের বাণিজ্য রাজধানী মুম্বাই। তিনটি গুরুত্বপুর্ন লাইনে বন্ধ রাখতে হয়েছে রেল। শহরের কোথাও কোথাও ৩ ফুটের বেশি জল জমে গিয়েছে ইতিমধ্যেই।

আজও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পরিস্থিতি বেশি খারাপ মালাড, দাদার, গোরেগাঁও এলাকার।