কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) মুম্বাইয়ে মাদকচক্রের তদন্তে এবার নারকটিকস কন্ট্রোল ব্যুরো অভিযান চালালো এক সিনেমা প্রযোজকের বাড়িতে। শনিবার সন্ধ্যে থেকে ওই তল্লাশি শুরু হয়। রবিবার সকালে সেখানে তদন্ত করে বেশ কিছু পরিমাণ মাদক এবং একজন মহিলাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। যার সঙ্গে ওই পরিবারের তেমন কোনো যোগাযোগ নেই। তাকে এনসিবি অফিসে এনেছে।

শনিবার রাত থেকেই আন্ধেরি, খার্ঘার এলাকায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় এনসিবি। তাতে ছ কিলো গ্রাম গাঁজা, চরস এবং মফিড্রিন বাজেয়াপ্ত করেছে এনসিবি। এর আগে সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য মাদক তদন্ত করতে গিয়ে এনসিবি বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে জেরা করে। একই সঙ্গে এক নামি প্রোডাকশন সংস্থার প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করেছিল। এদিন প্রযোজকের বাড়িতে হানাও সেই তদন্ত এর অঙ্গ বলে জানিয়েছে এনসিবি।

Share.
Leave A Reply

Exit mobile version