কলকাতা ব্যুরো: মাদক পাচারের অন্যতম পীঠস্থান মুম্বাই। এই ভাষাতেই মাদকচক্র নিয়ে তদন্ত করতে গিয়ে দাবি করল নারকটিকস কন্ট্রোল ব্যুরো। এনসিবি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিবি দাবি করেছে মুম্বাই মাদকচক্রের একটা বড় পীঠস্থান। বিভিন্ন রকমের অভিযান চালিয়ে যেসব গ্রেপ্তার এবং মাদক বাজেয়াপ্ত হয়েছে সে ব্যাপারেও তাদের পর্যবেক্ষণ জানিয়েছে এনসিবি।একেবারে সম্প্রতি বালাজি টেলিফিল্ম সংস্থার এক নিচু তলার কর্মীকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে মাদক পাচার করত বলে দাবি তদন্তকারী সংস্থার। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর রহস্য মাদক যোগ আছে কী না, তা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে। কিন্তু এই তদন্তে নেমে মুম্বাই এবং বলিউডের বেশ কিছু যোগ পেয়েছে তদন্তকারীরা।একই সঙ্গে সারা ভারতবর্ষে যত মাদক পাচার হয়, তার কোথাও না কোথাও একটা যোগ সূত্র আছে মুম্বাইয়ের সঙ্গে। ইতিমধ্যেই এক কেজি হাসিস, ফেন্সিডিল, মারিজুয়ানা মুম্বাই এন সি বি বাজেয়াপ্ত করেছে।বিভিন্ন প্রান্তে দেশের এই তদন্ত গোটা ঘটনার সঙ্গে যোগ রয়েছে মুম্বাইয়ের। এনসিবির দাবি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যত লোককে গত কয়েক দিনে গ্রেফতার করা হয়েছে, তারা কোনো না কোনোভাবে মুম্বাইয়ে পাচারের সঙ্গে কমবেশি যুক্ত। তাই মুম্বাইকে মাদক পাচারের ক্ষেত্রে দেশের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে মনে করছেন এনসিবি তদন্তকারীরা।