এক নজরে

Gujrat: রেল লাইনে রাখা সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ রাজধানী এক্সপ্রেসের

By admin

January 15, 2022

কলকাতা ব্যুরো: রেল লাইনের উপর রাখা ছিল একটি সিমেন্টের পিলার। আর তার সঙ্গেই সংঘর্ষ হলো মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসের। দক্ষিণ গুজরাতের ভালাসাদের এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে সাতটা বেজে দশ মিনিটে এই ঘটনাটি ঘটে। রেল পুলিশের আধিকারিকদের প্রাথমিক ধারণা, পরিকল্পনা করেই দিল্লিগামী ট্রেনটিকে লাইনচ্যুত করার চেষ্ট হয়েছিল। ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি। 

ভালসাদ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ভালসাদের অতুল স্টেশনের কাছে রেল লাইনের উপরে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় মুম্বই-হজরত নিজামউদ্দিন অগস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেসের। ট্রেনের ধাক্কায় সিমেন্টের ওই পিলারটি রেল লাইনের বাইরে কিছুটা দূরে ছিটকে যায়। তবে এতে ট্রেনের কোনওরকম বিপদ হয়নি। যাত্রীরাও সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাটি ট্রেনের চালকের নজরে আসায় তিনি তা দ্রুত অতুল রেল স্টেশনের আধিকারিককে জানান।

শুক্রবার ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশের আধিকারিকরা। এই বিষয়ে সুরাতের আইজি রাজকুমার প্রধান বলেন, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ওই সিমেন্টের পিলারটিকে রেল লাইনের উপর রাখে। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পিলারটির। চালক দ্রুত নিকটবর্তী স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। তিনি আরও বলেন, মনে করা হচ্ছে ট্রেনটিকে লাইনচ্যুত করার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভালসাদ গ্রামীণ পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। অপরাধীদের শনাক্তকরণে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে।