এক নজরে

বালার রিয়েল লাইফ স্টোরি মুম্বাইয়ে

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: রিলের রিয়েল লাইফ ভার্শন! গত বছরেই আয়ুষ্মান খুরানার বালা দেখিয়ে দিয়েছিল, কিভাবে এক যুবক মাথায় টাক নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। তারপরে সেই টাক লুকিয়ে বিয়ে করে শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অবশেষে বিবাহ-বিচ্ছেদ পর্যন্ত গড়ায় সেই মামলা।

রিয়েল লাইফে মুম্বাই শহরের এক তরুণী থানায় অভিযোগ করেছেন তার স্বামীর বিরুদ্ধে। একই রকম প্রতারণার অভিযোগে মুম্বাইয়ের নয়ানগর থানায় বছর সাতাশের চার্টার্ড একাউন্টেন্ট অভিযোগ করেছেন। ২৯ বছরের যুবক এক তরুনের সঙ্গে সেপ্টেম্বর মাসে তার বিয়ে হয়। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেই তিনি জানতে পারেন তার স্বামী মাথায় টাক। অথচ বিয়ের আগে তিনি উইগ পড়েই তার সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে তিনি প্রতারিত হয়েছেন মনে করে থানায় অভিযোগ জানিয়েছেন ওই তরুণী।

বালা সিনেমা আয়ুষ্মান খুরানাকে তার এই টাক নিয়ে বিড়ম্বনার নানা উদাহরণ ছবিতে দেখিয়েছেন পরিচালক। টাকে চুল গজাতে তিনি কীভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন তা দেখানো হয়েছিল আড়াই ঘন্টার সিনেমায়। তবে রিয়েল লাইফে মুম্বাইয়ের ওই তরুণ টাকে চুল গজাতে কোন পরীক্ষা চালিয়েছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।