কলকাতা ব্যুরো: প্রায় দেড় বছর ধরে তদন্ত চালিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করলো সিআইডি। তাতে অবশ্য বিজেপি নেতা মুকুল রায়ের নাম নেই। তবে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম রয়েছে চার্জশিটে।গত বছর সরস্বতী পুজোর সন্ধ্যায় প্রকাশ্যেই খুন হয়েছিলেন সত্যজিৎ বিশ্বাস। ওই ঘটনায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো। জড়িয়ে ছিলো মুকুল রায়ের নামও। যদিও চূড়ান্ত চার্জশিটে তার নাম নেই।