কলকাতা ব্যুরো: পুরো দু’মাস ও নয়। আর পঞ্চাশ দিন বাকি দুর্গাপুজোর। পুজোর দিনগুলিতে বীরভূমের মিরাটি যেন ভিআইপি গ্রামের মর্যাদা পেতো। সে শুধু একজন মানুষের জন্যই। প্রণব মুখোপাধ্যায়, গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে আদরের ‘পল্টু’। পুজোর সময় থাকে খাবারের আয়োজনও। আর চন্ডীপাঠ থেকে স্তোত্রপাঠ, পুজোর আয়োজন থেকে খাবারের ব্যবস্থার তদারকি, সবেতেই যুক্ত থাকতেন তিনি। তা সে হাই প্রোফাইল কোনো কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনই হোক বা দেশের রাষ্ট্রপতি। পুজোয় তিনি থাকবেন মিরাটিতে বাড়ির দুর্গাপুজোয়।

এদিন বিকেলে প্রণব মুখোপাধ্যাযের প্রয়াণে শোকস্তব্ধ মিরাটি গ্রামের মুখার্জি ভবন। পরিবারের তরফে বাড়ির দুর্গা দালানের সামনেই রাখা হয়েছে তাঁর একটি ছবি। সেখানে গিয়েই শ্রদ্ধা জানিয়ে আসছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই যারা দেখে আসছেন প্রণব বাবুকে।

এবার কি পুজো হবে এ বাড়িতে ? দুর্গা দালানের সামনে দাঁড়িয়েই ওই পুজোর পূজারী জানান, মায়ের পুজো করতেই হবে। কিন্তু এক বড় শুন্যতাও থাকবে স্বাভাবিক কারণে। চন্ডীপাঠ থেকে স্ট্রোত্রপাঠ সবেতেই অংশ নিতেন যে মানুষটি, তিনিই যে আর নেই। মিরাটি গ্রামে আর পড়বে না তাঁর পায়ের চিহ্ন। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকের ছায়া বীরভূম জুড়েই।

Share.
Leave A Reply

Exit mobile version