এক নজরে

‘মায়ের রান্নাঘর’ ৫ টাকায় মিলবে ডিম-ভাত

By admin

February 12, 2021

কলকাতা ব্যুরো: ভোটের আগে সুখবর কলকাতাবাসীর জন্য। এবার থেকে ৫ টাকায় মিলবে ডিম-ভাত। সৌজন্যে রাজ্যের নয়া প্রকল্প ‘মায়ের রান্নাঘর’।এই উদ্যোগের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার থেকেই শহরের ১৬টি বোরোতেই শুরু হতে চলেছে এই পরিষেবা। মাত্র ৫ টাকায় মিলবে ২০০ গ্রাম চালের ভাত, সঙ্গে থাকবে ডাল, সবজি ও ডিম। আপাতত কলকাতার ১৬টি বোরোতে এই খাবারের জোগান দেবে কলকাতা পুরসভা। এরপর শহরের ১৪৪টি ওয়ার্ডেই শুরু হবে এই পরিষেবা।

কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, স্বাধীনতার পর কলকাতায় এই প্রথম সরকারি উদ্যোগে চালু হচ্ছে এই পরিষেবা। মূলত শহরের গরিবদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সোমবার ভার্চুয়ালি এই পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ‘মায়ের রান্নাঘর’।