কলকাতা ব্যুরো : ছত্রিশগড়ের রায়পুর পুলিশ স্টেশনের অন্তর্গত একটি জেলায় মা ও মেয়ে দুজনে হারিয়ে গিয়েছিল। রায়পুর পুলিশ স্টেশন থেকে হারানো মা ও মেয়ে সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পশ্চিমবঙ্গের পুলিশ সেই ফোন কল পেয়ে মা ও মেয়েকে খুঁজতে থাকে। অবশেষে শুক্রবার রাতে ভাঙ্গড় পুলিশের ওসি এবং তার দলবল সেই মা ও মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করে। মা ও ছোট মেয়েটিকে একটি জায়গায় আলাদা করে রাখার ব্যবস্থাও করে পুলিশ।
ছত্রিশগড় পুলিশের একটি দল কলকাতায় আসবে এবং মা ও মেয়েকে নিজেদের হেফাজতে নেবে বলে জানা গেছে। বারুইপুর পুলিশ জেলার ঘটকপুকুর থেকে মা ও মেয়েকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে খবর।