এক নজরে

কসবায় তিন তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ?

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো:বুধবার রাতে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে এসবিআই-র একটি আবাসনের তিনতলা থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হয়েছেন এক মহিলা ও তাঁর বছর তিনেকের শিশুকন্যা। তাদের দুজনেরই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে কলকাতার একটি হাসপাতালে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রাত এগারোটা নাগাদ। হঠাৎ করেই একটি আওয়াজ শোনা যায়। দেখা যায়, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে মা ও মেয়ে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে কসবা থানার পুলিশ। আহতদের পাঠানো হয় হাসপাতালে। কি করে তারা দুজনেই তিন তলার ব্যালকনি থেকে পড়ে গেলেন, তা বোঝার চেষ্টা করছে পুলিশ। এটি কি আত্মহত্যার চেষ্টা, দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা- সম্ভাব্য সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চলছে।