এক নজরে

চাঁদের গহ্বরে জলের অস্তিত্বের আবিষ্কার করলো নাসা

By admin

October 30, 2020

কলকাতা ব্যুরো : যুগান্তকারী আবিষ্কার করল নাসা। এবার চাঁদের বুকে জলের অস্তিত্বের সন্ধান পেল তারা। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এখানে জল আছে কিনা তা নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছিল। শেষ পর্যন্ত নাসার সোফিয়া অর্থাৎ স্ট্যাটাস ফেরিক অবজারভেটরির অফ ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি জানিয়েছে চাঁদের সূর্যালোকিত অংশে জল এর সন্ধান পাওয়া গিয়েছে।

চাঁদের দক্ষিণ দিকে অন্যতম বৃহৎ গর্ত ক্লেভিউস এ হাইড্রোজেন ও অক্সিজেন মিলে জল তৈরি করছে। চাঁদের মাটি ও ধূলিকণায় এক ঘনমিটার জুড়ে রয়েছে ১২ আউন্স মত জল। আগে চাঁদে হাইড্রোজেনের সন্ধান মিলেছে।