কলকাতা ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যার নিরিখে ভারত এখন দ্বিতীয় স্থানে। কিন্তু ভারতে কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এ কাজে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন ভাগবত।
এদিকে আজই মোদীর ৭০ তম মন কি বাত ভাষণ। পুজো মিটলেই তিন দফার বিহার নির্বাচন শুরু। একুশে ভোট বাংলা, অসম, কেরালায়। তার আগে আজ দশেরার আগে আজ মোদী কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে দেশবাসীর।
Previous Articleশাস্ত্র বিধি মেনে দিকে দিকে চলছে মহা নবমী পুজো
Next Article ব্রাজিল, ব্রিটেন, তুরস্কেও দ্রুত বাড়ছে করোনা