এক নজরে

ভিওয়ান্ডিতে বাড়ি ভেঙ্গে পড়া নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো : মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বাড়ি ভেঙ্গে পড়া নিয়ে আজ এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন , ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।” মৃত ও আহতদের পরিবারের প্রতি তার সহানুভূতি জানান প্রধানমন্ত্রী। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান উদ্ধারের কাজ চলছে এবং মৃতদের পরিবার ও আহতদের সবরকম সাহায্য করা হবে।

উল্লেখ্য ধামানকার নাকার কাছে প্যাটেল কম্পাউন্ডে আজ সকাল ৩.৪০ মিনিটে গিলানি বিল্ডিং ভেঙ্গে পড়ে । প্রায় ২৫ টি পরিবার এই বাড়িতে বাস করতো। ২০ জন ইতিমধ্যেই মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকার্য চলছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে এই বাড়িটি প্রায় ৪০ বছরের পুরনো।