কলকাতা ব্যুরো: আবার প্রধানমন্ত্রীর ভাষণ জনতার উদ্দেশ্যে টিভিতে আজ সন্ধ্যে ছটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন। কি ব্যাপারে আবার জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর এমন ভাষণের পরেই নোট বন্দি থেকে লকডাউন এর মত বড় বড় সিদ্ধান্ত কেন্দ্র প্রয়োগ করেছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। তাই আবার সন্ধে ছটায় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পর কি হতে চলেছে সেই জল্পনা এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।