এক নজরে

#NarendraModi: বিজেপিতে পরিবারতন্ত্রের কোনও জায়গা নেই

By admin

March 15, 2022

কলকাতা ব্যুরো: বিজেপিতে স্বজনপোষণ কোনভাবেই বরদাস্ত করা হবে না। মঙ্গলবার দলের সাংসদদের কাছে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠক হয় নয়াদিল্লিতে ৷ সেখানেই তিনি এই কথা বলেন বলে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে চার রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। তারপর এই প্রথম দলের সাংসদদের নিয়ে বৈঠক হলো। বৈঠকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে। সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

বিজেপির একটি সূত্র অনুযায়ী ভাষণে মোদী জানান, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে যে সাংসদদের পরিবারের কাউকে ভোটে প্রার্থী করা হয়নি, তার দায়িত্ব তিনি নিচ্ছেন কারণ, দলে স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। বিজেপি পরিবারতন্ত্র ও স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করছে পাশাপাশি তিনি দাবি করেন যে জাতিবাদের রাজনীতি এবার শেষের পথে।
তিনি ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানো নিয়ে কথা বলেন বলে বিজেপির ওই সূত্র জানিয়েছে। ওই সূত্রের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, একমাত্র বিজেপিই আটকে পড়া পড়ুয়াদের পরিবারের পাশে ছিল। তাদের সাহস জুগিয়েছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি যে যে রাজ্যের ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীরা কেন্দ্রকে চিঠি লিখে শুধু তাদের রাজ্য়ের পড়ুয়াদের আগে ফেরানোর দাবি জানিয়েছে। একবারও বিরোধীরা আটকে পড়া পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ায়নি।

মোদী ছাড়াও এদিনের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অপারেশন গঙ্গা ও ইউক্রেন পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা করেন। ভারত সরকার আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে যে চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। এদিনের বৈঠকে বিজেপির তরফে লতা মঙ্গেশকরের প্রয়াণে, ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়া ও বজরং দলের কর্মী হর্ষের মৃত্যুতে শোকপ্রকাশ করে।