কলকাতা ব্যুরো: মহামারী আবহে এবার শুধু ভার্চুয়াল উদ্বোধনে দূর্গা পুজায় থেমে থাকল না বিজেপি। বাঙালি সমর্থকদের আরো কাছে টানতে, এবার দুর্গা পূজার আয়োজন করে ফেলল নরেন্দ্র মোদির দল। সল্টলেকে সেই পুজোর উদ্বোধনে ‘ পূজা কি বা ত ‘ বলবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ অক্টোবর তৃতীয়ার দিন প্রধানমন্ত্রী এই পুজোর উদ্বোধন করবেন। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ভবনের সামনে সল্টলেকে এই পুজো হবে। পুজোর অন্যতম উদ্যোক্তা, অভিনেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার সঙ্গেই কোমর বেঁধে এখন বিজেপির ছোট-বড় নানা মাপের নেতা নেত্রীরা নেমে পড়েছেন এই দুর্গাপুজোর আয়োজনে।

এরাজ্যে বরাবরই দূর্গা পূজার সঙ্গে যুক্ত ছিলেন মূলত কংগ্রেস ঘরানার থেকে উঠে আসা নেতারা। পরে তাদের অনেকেই এখন তৃণমূলে। বামপন্থীরা নিজেদের সবসময় প্রকাশ্যে পুজো থেকে নিজেদের দূরে রাখলেও, তাদের পৃষ্ঠপোষকতা বরাবরই পেয়েছে বহু পুজো কমিটি। এমনকি কয়েকজন বামপন্থী নেতার দাক্ষিণ্য বেশকিছু পুজোর আয়োজন হতো। আর তৃণমূল জমানায় রাজ্যের প্রায় সব হেভিওয়েট মন্ত্রীর নিজস্ব পুজো আছে। কিন্তু বিজেপি এতদিন প্রায় এরাজ্যে তেমন কল্কে পেত না। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ১৮ শতাংশ ভোট পাওয়ার এক বছরের মাথায় লোকসভা নির্বাচনে ৪০% ভোট, রাজনীতিতে একেবারে পদ্মের ভেলা ভাসিয়ে দিয়েছে বঙ্গে বিজেপির জন্য।

আগামী বিধানসভা নির্বাচনের আগে তাই এবারের দুর্গা পুজো অন্যান্য সব রাজনৈতিক দলের মতোই বিজেপিও কাজে লাগাতে চাইছে জনসংযোগের জন্য। আর সেক্ষেত্রে কোন ও দাদার পুজো না হয়েও, গোটা বিজেপি দলেরই একটা পুজো এবার উপহার পেল বাংলা।

Share.
Leave A Reply

Exit mobile version