কলকাতা ব্যুরো: নিট,জয়েন্টের পরীক্ষার্থীরা যখন প্রধানমন্ত্রীর কাছে চাইছিলেন পরীক্ষা নিয়ে আলোচনা, তখন তিনি করলেন খেলনা নিয়ে আলোচনা। রবিবার ‘মন কি বাতে’ তে প্রধানমন্ত্রীর ভাষণের পর এভাবেই তাঁকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিন তাঁর ভাষণে মোদী দেশের তরুণ ও যুব সমাজকে খেলনা তৈরিতে দেশকে আত্মনির্ভর করার আহ্বান জানান। সেই প্রসঙ্গে রাহুলের এই খোঁচা। অন্যদিকে, নিট, জয়েন্ট পিছানোর বিষয়টি এখন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অন্যতম ইস্যু।