এক নজরে

প্রণবের বাড়িতে শেষ শ্রদ্ধা মোদীর

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো: মঙ্গলবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এদিন সকালেই আর্মি হসপিটাল থেকে তার দেহ আনা হয় দিল্লির ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে।

সেখানে প্রধানমন্ত্রী এসে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি কথা বলেন প্রণব বাবুর পরিবারের সঙ্গে। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৬ তারিখ পর্যন্ত সেই অনুযায়ী বিধি পালন করা হবে গোটা দেশে।