মৈনাক শর্মা
জি৭ সম্মেলনের জন্য রোম সফরে প্রধানমন্ত্রী মোদী। তারই ফাঁকে রোম লগোয়া দেশ ভ্যাটিকান সিটির আমন্ত্রণে খ্রীষ্ট ধর্মের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত। যা নিজেই টুইট করেন নরেন্দ্র মোদী। বাইবেল অনুযায়ী, খ্রীষ্ট ধর্মের প্রবক্তা যিশু খ্রিস্ট স্বর্গের চাবি দিয়েছিলেন প্রথম পোপ সেন্ট পিটারকে। পোপের অর্থ জাতির পিতা। তারপর থেকেই শুরু হয়েছে এই প্রথা।

বর্তমানে ২৬৬ তম পোপ ফ্রান্সিস। তবে জি ৭ সম্মেলনে অন্যান্য দেশের প্রধানদের সঙ্গে সাক্ষাত হলেও প্রধানমন্ত্রী মোদি ও পোপের সাক্ষাত নজর করছে বিশ্ব মহল। বিশ্ব রাজনীতির ময়দানে চিনকে পাল্টা চাপে রাখতে দিল্লির কৌশলের অনুমান করছেন বিশ্ব রাজনীতিবিদরা। দুনিয়ার ৩১ শতাংশ খ্রীষ্টধর্মের অনুগামীদের বর্তমান পিতা তিনি। তাই বিশ্বে খ্রিস্টান ঐক্য বজায় রাখতে পোপের নির্দেশকে কার্যকর করতে তৈরী হয় বিশপ পদের, যা নিযুক্তি হবে পোপের সহমতে। কিন্তূ খ্রিস্টান নাগরিকদেরকে কমিউনিস্ট নিয়ন্ত্রণে আনতে ২০১৮ সালে পোপের ক্ষমতাকে সরিয়ে বিশপ পদের নিযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনে বেজিং। যার চুক্তিও সাক্ষর করে ভান্টিকান সিটি ও চিন । যার ফলে বিশ্বে সমালোচনায় মুখর হয় পোপ। তাছাড়া ভবিষ্যতে চিনের বহিরাগত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে চিনাকরণের পরিকল্পনায় নেই জিংপিং সরকার। বিশ্লেষকদের ধারণা ভারত প্রধান মোদি ও পোপের সাক্ষাত প্রভাব ফেলবে চীনের এই নীতির উপর।
এছাড়াও বিশ্বের সবচেয়ে ছোটো দেশ হলেও চিনের দূর্বলতা তাইওয়ানকে দেশ হিসাবে মান্যতা দেওয়ার দেশগুলির তালিকার প্রথমেই রয়েছে ভ্যাটিকান সিটি। তাই শত্রুর শত্রু মিত্র, এই নীতিকেই ধরে চিনকে ভূরাজনীতিতে কোনঠাসার লক্ষে ভারত কূটনীতি। সাক্ষাত শেষে পোপ ফ্রান্সিসকে ভারত সফরেও আমন্ত্রণ জানান প্রধানন্ত্রীর নরেন্দ্র মোদী।
এর আগেও চিনকে চাপে রাখতে বৌদ্ধ গুরু দলাই লামাকে ৮৬ তম জন্মদিনে টুইট বার্তায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রি। দেশে ফিরেই সাক্ষাত হতে পারে বৌদ্ধ গুরু দলাই লামা ও নরেন্দ্র মোদীর। অর্থাৎ চীনের প্রতি অধার্মিকতার ক্ষোভকে কাজে লাগিয়ে বিশ্বে তাকে আরো কোনঠাসার লক্ষ্যে দিল্লি।