এক নজরে

আইপিএস প্রবেশনারদের সঙ্গে আলোচনায় মোদী

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: আজ আইপিএস প্রবেশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১ টা থেকে হবে ওই ভিডিও কনফারেন্স। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে আজ আইপিএস প্রবেশনারদের দীক্ষান্ত প্যারেডের সময় তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।