এক নজরে

চিনের নজরে মোদী থেকে মমতা

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: ১০ হাজারের বেশি ভারতীয়র ওপর নজরদারি চালাচ্ছে শেনজেনের সংস্থা। যার সঙ্গে যোগ রয়েছে চিনা সেনা বাহিনীর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে একটি ইংরেজি সংবাদপত্রে।

যাদের নজরদারি চালানো হচ্ছে ওই তালিকায় রয়েছেন ভারতের রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিন বাহিনীর প্রধান। রয়েছেন নরেন্দ্র মোদী, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উদ্ধভ থাকরে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও। সচিন তেন্ডুলকর সহ বেশ কিছু খ্যাতনামা ক্রীড়াবিদ, বিজ্ঞানী, সাংবাদিক, অধ্যাপকরাও রয়েছেন চিনের নজরদারিতে। এমনই দাবি ওই সংবাদপত্রটির।