কলকাতা ব্যুরো: করোনা মোকাবিলায় এবার মাইক্রো কন্টেনমেন্ট জোনের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র। বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রের এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকেও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।
গতকালই মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি সহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের মোট করোনা আক্রান্তের ৬৫ শতাংশই ওই রাজ্যগুলি থেকে। ওই বৈঠকেই মোদী মাইক্রো কন্টেনমেন্ট জোন গুলির ওপর জোর দিতে বলেন রাজ্যগুলিকে। একইসঙ্গে তিনি আর্থিক পরিস্থিতিকে জোরদার করতেও বলেন রাজ্যগুলিকে। নির্দিষ্ট এলাকাগুলো বাদে বাকি এলাকাগুলিতে আর্থিক উন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা বাড়াতে বলেন প্রধানমন্ত্রী।
তবে এখনো মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ভাবে চালু রাখার কথাও বলেন তিনি। কোভিড মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে রাজ্যগুলির টাকা তোলার পরিমাণও বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।