এক নজরে

মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট আর অভিভাবকদের কাছে প্রেস্টিজশিট।জাতীয় শিক্ষানীতি নিয়ে শুক্রবার একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই ব্যবস্থার পরিবর্তনই জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য। তিনি বলেন, একটা পরীক্ষার ফল দিয়ে কি একজন শিক্ষার্থীর যোগ্যতার পরিমাপ করা যায় ? তাই এমন একটি ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থীরা খেলার ছলেই,ভালোবেসে লেখাপড়া করতে পারবে। শিখতে পারবে।