এক নজরে

মোদীর চুক্তিতে চিনের স‍্যুইগির খাবার এবার রাস্তার স্টলে

By admin

October 08, 2020

মৈনাক শর্মা : গত কয়েক বছর ধরে, ভারতের খাদ্য প্রযুক্তিবিদরা তাদের প্ল্যাটফর্মে উচ্চতর প্রান্ত থেকে সস্তা পাড়ার মোড় – সমস্ত ধরণের রেস্তোঁরা আনতে সক্ষম হয়েছেন। আর এরই ফল স্বরূপ ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণা চিনা বিনিয়োগ কোম্পানি স্যুইগির সাথে এক চুক্তি সাক্ষর করেছে। যার ফলে ছোটো হকাররাও তাঁদের খাবার অনলাইনে প্লাটফর্ম এ বিক্রি করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২৫০ টি ফুড ভ্যান্ডার্স নথিভুক্ত হয়।

প্রথম পর্যায়ে আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি, ইনডোর এবং বারানসি পুর এলাকায় পরীক্ষামূলক ভাবে ভ্যানডার মধ্যে এই খাবার বিক্রি চালু করবে স‍্যুইগি। এই প্রকল্পে যুক্ত থাকার জন্য আগামী দিনে ৫০ লাখ স্ট্রীট ভান্ডারকে টার্গেট করছে কেন্দ্র। শুধু মহানগরী নয়, বড় শহরের সঙ্গে মফস্বল টাউন, এমনকি গ্রামীণ শহুরে এলাকাকেও এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে। এর জন্য ১০ হাজার টাকা করে ভেন্ডারদের ঋণ দে ওয়ার পরিকল্পনা রয়েছে প্রকল্পে।

একই সঙ্গে পথের ভেন্ডারদের ডিজিটাল টাকা ট্রান্সফারের সুবিধাও করে দেওয়া হবে এই প্রকল্পে। ইতিমধ্যেই অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত প্রায় কুড়ি লাখ ঋণের আবেদন জমা পড়েছে দপ্তরে। অথচ প্রথমে অরুণাচল ও পরে জুন মাসে লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে কুড়ি জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর, চিনা পণ্য বর্জন এখনো অব্যাহত এদেশে। ফলে রাখি উৎসব থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে চিনের দ্রব্য এবার সেভাবে ঢোকেনি। একইভাবে চিনা খেলনা বয়কট করায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরেও তারা এখনো পর্যন্ত বয়কটের পথেই হাঁটছেন।

এরইমধ্যে চিনের আর্থিক সাহায্য প্রাপ্ত একটি খাদ্য প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে ভারতের চুক্তিতে বিরোধিতা শুরু হয়েছে। একদিকে আত্মনির্ভরশীল ভারত গড়ার ডাক দিচ্ছে বিজেপি সরকার, এমনকি খেলনা তৈরির ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর হতে প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন। সেখানে একটি চিনের সহয়া তায় চলা খাদ্য প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কেন্দ্রের চুক্তি, বিরোধীদের হাতে বাড়তি ইস্যু হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই নিয়ে সরব নেটিজেনরা ও। বয়কট চিন পদক্ষেপের পর এমন পদক্ষেপে। স্যুইগিতে ১.৬ বিলিয়ন চিনা কোম্পানি meituan dianping ও hillhouse capital বিনোয়োগ রয়েছে। তাঁদের মতে এর ফলে ভারত আরো নির্ভরশীল হয়ে পড়বে চিনের উপর।