এক নজরে

Russia Ukraine War: রাশিয়ার হামলা রুখতে ভারতের সাহায্য চাইলো ইউক্রেন

By admin

February 24, 2022

কলকাতা ব্যুরো: অবশেষে আশঙ্কা সত্যি করে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মস্কোর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে কিয়েভে। পালটা দিচ্ছে ইউক্রেনও। বৃহস্পতিবার সকালে রাশিয়ার সময় অনুযায়ী সকাল ৬ টায় পুতিনের ঘোষণা মতো ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিশেষ মিলিটারি অপারেশন শুরু হয়েছে। তারপরই রাশিয়ার ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী অস্ত্র সামগ্রী ইউক্রেনে ঢুকে হামলা চালায়। আর এই কঠিন পরিস্থিতিতে লড়াই থামাতে ভারতের কাছে সাহায্য চাইলো ইউক্রেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগর পোলিখা বলেন, আমি জানি না কতজন রাষ্ট্রনেতার কথা পুতিন শুনবেন। কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে ধ্বনি তুললে বিষয়টি বিবেচনা করে দেখবেন পুতিন। তিনি আরও বলেন, এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই আলোচনা চালাতে পারে ভারত। অতীতেও শান্তিরক্ষার কাজ করেছে ভারত। এই মুহূর্তে আমরা ভারতের কাছে সাহায্য চাইছি। আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিশ্বের প্রতি দায়িত্ব পালন করুক ভারত, এমনটাই দাবি ইউক্রেনের রাষ্ট্রদূতের।

উল্লেখ্য, ইউক্রেন নিয়ে বর্তমানে উভয় সংকটে রয়েছে নয়াদিল্লি, এমনটাই মত বিশ্লেষকদের কারণ, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক এবং তা অত্যন্ত মজবুত। সোভিয়েত জমানা থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত বিপুল সংখ্যায় রুশ অস্ত্র কেনে। পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্কও অত্যন্ত শক্তিশালী। আর সেই সম্পর্ক কিছুতেই নষ্ট করতে চায় না নরেন্দ্র মোদি সরকার। তাই আমেরিকা সুর চড়ালেও এখনই ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি ভারত।

অন্যদিকে, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের সঙ্গেও ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর। ফলে এই মুহূর্তে নীতি নির্ধারণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মোদি সরকারকে। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক প্রদেশের বন্দর শহর মারিউপোল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খারকভ ও কিয়েভ থেকেও বিস্ফোরণের খবর মিলেছে। ইতিমধ্যেই যুদ্ধের বলি হয়েছেন ৫০ জন। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে ৫০ জন রাশিয়ার নাগরিক মারা গিয়েছেন সংঘর্ষে। একের পর এক বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই সংঘাত এড়ানোর জন্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন ভারত আগেও জানিয়েছে। তবে প্রথম থেকে এখনও অবধি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষই থাকতে দেখা গিয়েছে ভারতকে।