কলকাতা ব্যুরো : পেনিজিলভিয়ায় জিতে গতকাল রাতে ম্যাজিক ফিগার ছুলেন জো বাইডেন। জয় পাবার পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছার জোয়ার বয়ে গেলো। আমেরিকার রাস্তায় তখন সাধারণ মানুষের ঢল নেমেছে। ডেমোক্র্যাটরা তাড়িয়ে তাড়িয়ে তাদের প্রিয় নেতার জয় উদযাপন ও উপভোগ করছেন। কেউ কেউ আনন্দে কেঁদেই ফেললেন। হবে নাই বা কেনো। এমন হাড্ডাহাড্ডি লড়াই আর চোখা চোখা ডায়ালগ বাজি আমেরিকার নির্বাচনে বড়ো একটা দেখা যায় না যেমনটা দেখা গেলো এইবার। লড়াই করে জেতার আনন্দই আলাদা। গোটা আমেরিকা যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই হোয়াইট হাউস দখলের শুভেচ্ছা বার্তা আসছে দেশ বিদেশ থেকে। এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর টুইটারে শুভেচ্ছাবার্তা।

এদিন বাইডেন কে উদ্দেশ্য করে মোদি লেখেন, এত দর্শনীয় জয়ের জন্য আপনাকে অভিবাদন। ভারত-আমেরিকার সম্পর্ককে জোরদার করতে আপনার ভূমিকা ও মূল্য গুরুত্বপূর্ণ। আমি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে মুখিয়ে থাকবো। এর পাশাপাশি কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তাকে উদ্দেশ্য করে মোদির টুইট, আপনার সাফল্য ছকভাঙা। এই সাফল্য প্রতিটি ইন্দো-আমেরিকান এর জন্য গর্বের। আমি আত্মবিশ্বাসী আপনার নেতৃত্বে ও সহযোগিতায় ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরালো হবে।

এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও। রাহুলের বার্তা যোগ্য নেতৃত্ব পাচ্ছেন মার্কিন নাগরিকরা। আজ এক টুইটার বার্তায় রাহুল লেখেন আমি আত্মবিশ্বাসী তিনি মার্কিনদের ঐক্যবদ্ধ করবেন এবং নেতৃত্বে সঠিক দিশা দেখাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version