কলকাতা ব্যুরো: তার নানান বিষয়ে চমক দেওয়া নিয়ে বিরোধীরা সমালোচনায় মেতে থাকেন। নোট বন্দি থেকে লকডাউনে খালা বাজানো- মোদির এমন হঠাৎ চমকদার বার্তা আলোচনার একটা বিষয়। এবার জন্মদিনেও যার ব্যতিক্রম হল না। তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা বিনিময়ে মোদি বলেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, জন্মদিনে আমি কি চাই?

এর পরেই তার বক্তব্য, আমি চাই সবাই মাস্ক ব্যবহার করুন এবং তা সঠিকভাবে পড়ুন। সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করুন। মনে রাখুন দো গজ কি দুরি। ভিড় থেকে দূরে থাকুন। আপনার ইমিউনিটি বাড়ান। মোদির এমন চমৎকার জন্মদিনের উপহার চাওয়া নিয়ে নেটিজেনরা এখন মেতে উঠেছেন। কেউ মনে করছেন, সময়ের সঙ্গে যা বলা উচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাই বলেছেন আবার অনেকের মতোই স্বভাব সিদ্ধ ভাবে মোদি যেমন মানুষকে নিজের কাছে টানতে ভালো ভালো কথা বলে থাকেন, এটাও তেমনই এক চমক ছাড়া আর কিছুই নয়।

যে যাই বলুন, দিনের শেষে স্পষ্ট, বর্তমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে মোদির একবার ১৩৫ কোটি ভারতবাসীকে কি করনীয় এই মুহূর্তে তা আরো একবার স্মরণ করিয়ে দিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version