কলকাতা ব্যুরো: রেল স্টেশনে কেটলি হাতে চা বেঁচচ্ছেন মোদি। আর সেখান থেকে নানান কাজ করতে করতে অবশেষে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। তার জীবন নিয়ে বায়োপিক তৈরী হয়ে গিয়েছিল আগেই। বিবেক ওবেরয় নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন। গতবছর লোকসভা ভোটের আগে এপ্রিলে সিনেমাটি দেখানো শুরুর কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন তাতে বাধা হয়ে দাঁড়ায়। যদিও গত বছর ২৪ মে সিনেমাটি প্রথম প্রদর্শনী হয়। প্রথম দিনেই সারাদেশে দু কোটি পঁচাশি লক্ষ টাকার ব্যবসা করে প্রধানমন্ত্রীর বায়োপিক। কিন্তু তারপরেই এর পরেই ঠাণ্ডা ঘরে চলে যায় সিনেমা।
অবশেষে আগামী ১৫ অক্টোবর দেশ আনলক হয়ে সিনেমা হল, মাল্টিপ্লেক্স খোলার পরে চালু হচ্ছে পিএম নরেন্দ্র মোদি বায়োপিক প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সিনেমা সমালোচক তারান আদর্ষ এ বিষয়ে একটি টুইট করেছেন। যেখানে সিনেমাটিতে বিবেক ওবেরয় অভিনয় করেছেন একটি ছবি পোস্ট করা হয়েছে। এবার সরকারের নতুন নিয়মে ৫০ শতাংশ দর্শক নিয়েই চালু হতে চলেছে সিনেমা হল। আর দেশের বেশ কিছু সিনেমা হলে প্রধানমন্ত্রীর সেই ছবি দেখানো হবে।
Previous Articleজওয়ানদের বুলেটপ্রুফ গাড়ি নেই
Next Article পুজোর পাঁচদিন রাতে পর্যাপ্ত বাসের আশ্বাস