কলকাতা ব্যুরো: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাষ্ট্রসঙ্ঘের এক বিশেষ অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন তিনি। সেখানেই ওই সওয়াল করেন তিনি।
মোদী সওয়াল করেন রাষ্ট্রসঙ্ঘের সংস্কারের পক্ষে। সেই প্রসঙ্গেই নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করেন তিনি। তিনি বিলীন, এটা ভারতের দীর্ঘদিনের দাবি। যার সমাধান হয়নি এখনো। প্রসঙ্গত, বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। চিন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়া রয়েছে ওই তালিকায়। যাদের ভেটো অধিকার রয়েছে। নিরাপত্তা পরিষদের মোট ১৫ জন সদস্যের মধ্যে বাকি ১০ টি দেশ অস্থায়ী সদস্য। ভারতও দুই বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত।
রাষ্ট্রসঙ্ঘের ৭৫ তম বর্ষ পূর্তিতে সেখানেই মোদী তুমুল সমালোচনা করেন রাষ্ট্রসঙ্ঘের। তিনি বলেন, বিশ্বে অনেকগুলি যুদ্ধ হয়েছে। সেখানে কি ভূমিকা ছিল তার? কোভিড পরিস্থিতি মোকাবিলায় আদৌ রাষ্ট্রসঙ্ঘ প্রস্তুত ছিল কি ? সেখানেই বা তাদের ভূমিকা কি ? এগুলো নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।